Header Ads Widget

Responsive Advertisement

 হিন্দু মুসলিম সম্পর্ক

কাজী নজরুল ইসলাম

হিন্দু-মুসলিম দুটি ভাই 

ভারতের দুই আঁখি তারা 

এক বাগানে দুটি তরু দেবদারু আর কদম চারা।। 

যেন গঙ্গা সিন্ধু নদী 

যায় গো বয়ে নিরবধি 

এক হিমালয় হতে আসে, এক সাগরে হয় গো হারা।। 

বুলবুল আর কোকিল পাখী 

এক কাননে যায় গো ডাকি, 

ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল ধারা।। 

ঝগড়া করে ভায়ে ভায়ে 

এক জননীর কোল লয়ে 

মধুর যে এ কলহ ভাই পিঠোপিঠী ভায়ের পারা।। 

Post a Comment

0 Comments